Daily
ভাঙ্গা পায়ে গোলের বন্যা বইয়ে নবান্নে আবারো অগ্নিকন্যা। যথারীতি তৃণ ঝরে বাংলায় ধরাশয়ী পদ্ম শিবির। অন্যদিকে সংযুক্ত মোর্চা অক্সিজেনের অভাবে এবারও বেরোতে পারল না ভেন্টিলেশন থেকে। রিপোর্ট পজিটিভ থাকলেও সমর্থনের ভ্যাকসিনে বাংলার রং হল আবারো সবুজ।
খেলা হবে। উল্টোদিকে আর নয় অন্যায়। মাঝে হাতে হাতে চাকরির খাম, এবার চাই বাম। সব স্লোগানকে নাস্তানাবুদ করে ২০০-র বেশি আসন নিয়ে আবারো নীল বাড়ি দখল করল তৃণমূল কংগ্রেস।
এবারের বিধানসভা ভোটে ৫০ শতাংশেরও বেশি মানুষের সমর্থন নিয়েই তৃতীয়বারের জন্য সরকার গঠন করে নেত্রী মমতা ব্যানার্জি আবারও প্রমাণ করলেন যে, তিনি এখনও জননেত্রী।
বাংলা নিজের মেয়েকে যে চায় আরো একবার প্রমাণ করে নেত্রীর তোলা বহিরাগত তকমাতেই সীলমোহর দিল বাংলার জনগণ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজ্যের তৃতীয় ইনিংসে গিয়ে বাংলায় মুখ্যমন্ত্রী যে রাজ্যে শিল্প স্থাপন, পুঁজি বিনিয়োগ, কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে কোভিড মোকাবিলায় ক্ষিপ্রতার সঙ্গে কাজ করবেন অগ্রাধিকারের ভিত্তিতে।
কালিঘাট থেকে কালনা। মালদা মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা সর্বত্রই যখন বাজছে আনন্দের সুরে খেলা হবে গান, ঠিক তখনই পদ্ম শিবিরের সদরদপ্তরে রয়েছে অদ্ভুত নীরবতা।
ব্যুরো রিপোর্ট