Daily

ইয়াস পরবর্তী পরিস্থিতি দেখতে কলাইকুণ্ডায় উপস্থিত হলেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই বৈঠকে থাকলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সৌজন্য সাক্ষাৎ হিসেবে প্রোটোকল মেনে প্রধানমন্ত্রীর সঙ্গে কলাইকুণ্ডা বিমানবন্দরে দেখা করেন তিনি। সেখানেই বাংলার ক্ষয়ক্ষতির তথ্য সহ পরিসংখ্যান তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। তারপর সেখান থেকে মুখ্যমন্ত্রীর চপার রওনা দেয় দিঘার দিকে।
প্রধানমন্ত্রী বৈঠক ডাকার পর মুখ্যমন্ত্রী রাজি হয়েছিলেন সেখানে উপস্থিত থাকবেন। সেই বৈঠকে ইয়াসের কারণে বাংলার ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনাও হত। কিন্তু তাল কাটল যখন জানতে পারা গেল সেই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তারপরেই বেঁকে বসেন মমতা। জানান, এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল থাকবেন ঠিক আছে কিন্তু শুভেন্দু অধিকারী কেন? তারপরেই নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর বৈঠকে শুভেন্দু অধিকারী থাকলে মুখ্যমন্ত্রী হয়ত সেই বৈঠকে অনুপস্থিত থাকবেন। আর হলও তাই। এদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতার মর্যাদা মন্ত্রীর সমান। তাই আপত্তি জানাবার কোন প্রশ্নই ওঠে না। কিন্তু কোন কথাতেই কর্ণপাত করলেন না মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে ক্ষয়ক্ষতির হিসাব প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়ে চলে গেলেন দিঘায়।
ব্যুরো রিপোর্ট