Daily
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অত্রি ভট্টাচার্যের নেতৃত্বে জেলাশাসক সহ মৎস্য, ভূমি সমস্তা দফতরের আধিকারিকদের নিয়ে নয়াচর পরিদর্শন করলেন রাজ্য সরকারের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বাম জমানায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই নয়াচরে কেমিক্যাল হাব গড়বার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই পরিকল্পনা বাতিল করে। তারপর বেশ কয়েক বছর কেটে গেলেও নয়াচরে মৎস্যচাষ সহ পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে। সে কথাই এদিন জানালেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি।
এদিন সকাল এগারোটা নাগাদ হলদিয়া ফেরিঘাট থেকে বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে পুরো নয়াচর ঘুরে দেখলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অত্রি ভট্টাচার্য। দেখুন আজকের সেই নয়াচর পরিদর্শনের ছবি। তবে রাজ্যের মৎস্যমন্ত্রী মনে করেন, নয়াচরে পর্যটনের সঙ্গে সঙ্গে মৎস্যচাষের প্রচুর সম্ভাবনা রয়েছে। সেখানে মৎস্যহাব গড়ে তোলা হলে প্রত্যক্ষভাবে যেমন ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে তেমনি পরোক্ষভাবে আরো ২৫ হাজার। সবমিলিয়ে নয়াচরে মোট কর্মসংস্থান হবে ৫০ হাজার।
এখন নয়াচরে প্রতিনিধি দল ঘুরে গিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীকে কী রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে কত তাড়াতাড়ি নয়াচরে উন্নয়নের কাজ শুরু হবে সেটাই এখন দেখার।
প্রসূন ব্যানার্জী
নয়াচর