Market
উত্তরবঙ্গের আলুচাষিদের জন্য খুশির খবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত হাইটেক আলুর বীজ বঙ্গশ্রীর বিপণন কেন্দ্র খোলা হল ইসলামপুরের জীবন মোড়ে। যা রাজ্যের মধ্যে প্রথম। এই আলুবীজের বিশেষত্ব হল, এটি তৈরি করা হয়েছে একেবারে উত্তরবঙ্গের মাটি থেকেই। বিপণন কেন্দ্রটির উদ্বোধন করেন জেলার ইসলামপুর পুরসভার পুর প্রশাসক মানিক দত্ত।
আলু উৎপাদনে দেশের মধ্যে মুখ্য ভূমিকা পালন করে আমাদের বাংলা। আলু চাষে উত্তরপ্রদেশের পর বাংলাই এগিয়ে থাকে গোটা দেশের মধ্যে। তথ্য সূত্রে খবর, ২০১৯-২০ সালে পশ্চিমবঙ্গ ১৩.১৬ মিলিয়ন মেট্রিক টন আলু উৎপাদন করেছিল। যে রাজ্য আলু চাষের জন্য এতটাই উর্বর সেখানে সরকারের সহযোগিতা পেলে আলু চাষের সঙ্গে জড়িত প্রত্যেকেই আর্থিকভাবে আরো একটু বেশি লাভবান হবেন। এই আলুবীজের ফলন ভালো হলে কৃষকবন্ধুদের জন্য তা অনেকটাই স্বস্তির হবে। পুর প্রশাসক ছাড়াও উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন বিভিন্ন ফার্মার ক্লাবের সদস্যরা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে বঙ্গশ্রী বিপণন কেন্দ্রটি আলু চাষিদের হাসি অনেকটাই চওড়া করল।
অনুপ জয়সোয়াল
উত্তর দিনাজপুর