Daily

চতুর্থ দফাতেও অব্যাহত অশান্তি। আজ সকালে কোচবিহারে শীতলকুচিতে চার জনের মৃত্যু ঘিরে চড়েছে রাজনীতির পারদ। পরিচিত হুঙ্কারে গোপালনগরের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর জন্য সরাসরি আঙুল তুললেন কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। সভামঞ্চ থেকেই অমিত শাহের পদত্যাগের দাবি জানান তিনি। পাশাপাশি গ্রামের মহিলাদের ওপর সিআরপিএফের অত্যাচারের বিরুদ্ধেও সরব হন তিনি। রাজ্যবাসীর কাছে বিজেপির বিরুদ্ধে কড়া বার্তা দিতে আগামীকাল গোটা রাজ্যের সমস্ত তৃণমূল কর্মীদের কালো ব্যাচ পরে প্রতিবাদ মিছিল করতে নির্দেশ দিয়েছেন তিনি। আগামীকাল তিনি নিজে শীতলকুচিতে যাবেন বলেও জানিয়েছেন।
অঙ্কিত মুখার্জী, উত্তর ২৪ পরগনা