Prime
Daily
কালীঘাটে জরুরি বৈঠক মমতার, নজর বিজেপির
By Business Prime News | May 29, 2021
Daily
জরুরি বৈঠক ডাকলেন মমতা। কালীঘাটের সেই বৈঠকে কী হতে চলেছে সেদিকেই নজর রেখেছে বিজেপি শিবির।
একুশের নির্বাচনে তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী ময়দানে নেমে বিজেপির মুখ পোড়ে। এরপরেই শোনা যায়, বিজেপির বহু নেতাই ফিরতে চাইছেন তৃণমূল শিবিরে।
সম্প্রতি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন, বিজেপি থেকে অন্তত ৩ জন সাংসদ এবং ১১ জন বিধায়ক তৃণমূলে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু মনে করা হচ্ছে, সংখ্যাটা অনেক বেশি হতে পারে। দল বদল করতে পারেন ৮ জন সাংসদ থেকে শুরু করে ৩১ জন বিধায়ক পর্যন্ত।
এখন প্রশ্ন হচ্ছে, যারা আসতে চাইছেন তাদের জন্য কি ব্যবস্থা নিতে পারে তৃণমূল সুপ্রিমো- সেদিকেই নজর রেখেছে বিজেপি শিবির।
ব্যুরো রিপোর্ট