Daily

নতুন পালক মমতার। বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে মোদীর সঙ্গে নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নামের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত ম্যাগাজিন টাইম। এছাড়াও রয়েছে সিরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালার নাম।
উল্লেখ্য, যে তালিকা টাইমসের তরফ থেকে প্রকাশ পেয়েছে সেখানে ভারতীয় হিসেবে আগেই জায়গা করে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আছেন ১২ নম্বরে। তাঁর পরেই প্রভাবশালীদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাখা হয়েছে ১৭ নম্বরে। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে অনেকেই রয়েছেন প্রভাবশালীদের তালিকায়। তবে প্রধানমন্ত্রী মোদীর ঠিক আগেই রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগেও মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার আন্তর্জাতিক স্তর থেকে স্বীকৃতি পেয়ে এসেছেন। টাইম ম্যাগাজিনে প্রভাবশালীদের মধ্যে মমতার ছবি সহ তুলে ধরা হয়েছে মোদীর বিরুদ্ধে দাঁড়িয়ে কিভাবে রাজ্যকে নিজের হাতে ধরে রাখলেন সেই প্রসঙ্গ। তাঁর এই অকল্পনীয় অ্যান্টিমোদী ইমেজ তৈরির কারণেই মোদীর পরেই টাইমে রয়েছেন মমতা।
ব্যুরো রিপোর্ট