Agriculture news
চলতি বছরে প্রায় বৃষ্টিহীন বর্ষার সাক্ষী গোটা বাংলা। বর্ষা পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও ঘাটতি কিন্তু মেটেনি। বরং বর্ষায় বৃষ্টি না হয়ে ফসল তোলার সময় বৃষ্টি হওয়ায় নষ্ট হয়েছে অনেক শস্য। আর তাই খুব স্বাভাবিকভাবেই বাংলার চাষি ভাইদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পুজোর আগে তাই তাদের মুখে হাসি ফোটাতে বাংলা শস্য বীমার অধীনে থাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বড়সড় টাকার ফান্ডের ঘোষণা করেছে রাজ্য সরকার।
বাংলা শস্য বীমার আওতায় থাকা প্রায় ২ লাখ ৪৬ হাজার ক্ষতিগ্রস্ত চাষিদের ১৯৭ কোটি টাকার অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘোষণার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে বৃষ্টি না হওয়ায় যেসব চাষি ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাংলা শস্য বীমার কোন কিস্তি দিতে হবে না। ২০১৯ সালেও এইরকম পদক্ষেপ নেওয়া হয়েছিল। তখন প্রায় ৮৫ লাখ কৃষককে বাংলা শস্যবীমার আওতায় ২৪০০ কোটি টাকা দেওয়া হয়েছিল।
বাংলার চাষি ভাইরা ফসল চাষ করে যাতে ক্ষতির মুখে না পড়েন সেই জন্য রাজ্য সরকার এই বাংলা শস্য বীমা শুরু করেছিল। বাংলার গরীব কৃষকদের সাহায্য করাই ছিল এই বীমার মূল উদ্দেশ্য। এই বীমার নিয়ম অনুসারে,যদি কারো ৭৫% ফসল নষ্ট হয় তাহলে একজন কৃষক সর্বোচ্চ ২৫% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকায় এই ক্ষতিপূরণের পরিমাণ একটু বেশি। সেক্ষেত্রে চাষিদের ৭৫% ফসল নষ্ট হলে তারা ৫০% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।
আসলে এই বছর বর্ষায় অনাবৃষ্টি আবার বর্ষা পরবরতী সময়ে অতিবৃষ্টি এবং ডিভিসি জল ছাড়ায় বিঘার পর বিঘা ধানি জমি প্লাবিত হয়েছে। এতে প্রায় ১১০৯ কোটি টাকার শস্যের ক্ষতি হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে যে উপকৃত হবেন বহু কৃষক তা বলার অপেক্ষা রাখে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ