Prime
Daily
বাণিজ্য সম্মেলন থেকে বিনিয়োগের ডাক মুখ্যমন্ত্রীর
By BPN DESK | April 20, 2022
বাংলায় বিনিয়োগ করতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের বিনিয়োগ করতে যাতে কোনরকম অসুবিধে না হয় সেই বিষয়ে তুলে ধরলেন বর্তমান বাংলার সার্বিক ছবিটা। একইসঙ্গে বললেন, কৃষির পাশাপাশি শিল্পের দিকে কতটা জোর দেওয়া সম্ভব, সেই বিষয়টাও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। কি বললেন, শুনে নেওয়া যাক বিজনেস প্রাইম নিউজে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ