Daily
দিদি মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাশনের এই ট্রেন্ড কিন্তু চালু করেছেন। নীল-সাদা হাওয়াই চটি। আদ্যোপান্ত বাঙালির ঘরে ঘরে হাটে-বাজারে যাবার এই চটি মুখ্যমন্ত্রী দেখিয়েছেন কিভাবে সেটা স্বচ্চ ভাবমূর্তির প্রতীকী হিসেবে ধরা দিতে পারে। কারণ এই চটি পায়ে দিয়েই বিশ্ব ভ্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কলকাতা বা রাজ্যের মধ্যেও এই চটির দামের দিকে তাকাই তাহলে হয়ত মেরেকেটে খুব বেশি হলে দাম ধার্য হতে পারে ঐ ১০০ টাকা থেকে ১৫০ টাকা। কিন্তু ভাবুন তো, যে মুহূর্তে এই চটি দুবাই-য়ের এক নামজাদা জায়গায় বিক্রি হবে তখন কি এর দাম ভারতীয় মুদ্রায় ঐ একই থাকবে? একেবারেই না। তাহলে সেই দাম কত হতে পারে? আন্দাজ করুন। কিন্তু যদি সেই আন্দাজ লাখের কাছাকাছি না যায় তাহলে আর কী হল? অবাক হচ্ছেন তো? তাহলে শুনুন, দুবাই-তে এই হাওয়াই চটিই এখন বিকোচ্ছে লাখ টাকায়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই একেবারে ভাইরাল। ভারতীয়রা তো বটেই, স্পেশ্যালি বাঙালিদের চক্ষু চড়কগাছ। যে চটি এখানে আম বাঙালির পায়ে পায়ে ঘোরে, সেই চটির দাম ১ লাখ টাকার বেশি! কিন্তু কেন? তবে তার আগে দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও।
ভিডিও দেখে বোঝা যাচ্ছে, এই চটি বিক্রি হচ্ছে সৌদি আরবের কোন জুতোর দোকানে। যে চটি এই বাংলায় একেবারে অবহেলিত, সেই চটিই ওখানে বিকোচ্ছে এমন চড়া দামে। রাখা আছে তাকে কাঁচের শোকেসে। সেই দোকানের এক প্রতিনিধি চটি দেখাচ্ছেন হাতে নিয়ে। কখনো চটি একেবারে বেন্ড করে, কখনো বা চটির উপরিভাগ টিপেটাপে বোঝাচ্ছেন যে এই চটির স্থায়িত্ব কত মজবুত। ঠিক যেভাবে আমাদের এখানে দোকানিরা বিক্রি করার আগে চটির লঞ্জিভিটি দেখান, সেই অনুরূপ কায়দাতেই তিনি গ্রাহকদের দেখাচ্ছেন হাওয়াই চটির বহর। সবই ঠিক ছিল। কিন্তু যে মুহূর্তে আপনার চোখ গিয়ে পড়বে ঐ চটির দামে, তখনই বড়সড় একটা ঝটকা আপনি খেতে বাধ্য। কারণ চটি জোড়ার দাম লেখা আছে প্রায় সাড়ে ৪ হাজার সৌদি রিয়াল। ভারতীয় মুদ্রায় যার দাম ১ লক্ষ টাকার বেশি! অনেকেই এই দাম দেখে অবাক হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হবার পর বহু নেটিজেন বলছেন, এই চটি শৌচাগার থেকে বাজার-টাজারে যাবার জন্য সাধারণত ব্যবহার করা হয়। কিন্তু সেই চটিই বিকোচ্ছে দুবাই-এর শোরুমে। যার দাম এখানে ১০০ থেকে ১৫০ টাকা, সৌদি আরবে সেই দাম এক লক্ষ টাকা! অনেকে বলছেন, এটা তো ভারতীয় ব্যবসায়ীদের জন্য নাকি দারুণ সুযোগ। এখান থেকে ১০০ টাকায় চটি কিনে ওখানে গিয়ে লাখ দামে বিক্রি করতে পারলেই কেল্লা ফতে। বুঝুন ঠ্যালা!
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ