Daily

রাজ্য রাজনীতির স্পটলাইটে এখন একটাই আলোচনা। বাংলা থেকে রাজ্যপালের অপসারণ। আগামী ২রা জুলাই থেকে শুরু হতে চলেছে বিধানসভা অধিবেশন। আর সেখানেই রাজ্যপালের অপসারন নিয়ে ঘটবে বজ্রপাত। রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে রেভলেউশন পাশ করা হবে আসন্ন অধিবেশনে। পাশ করাবে রাজ্যের শাসক দল তৃণমূল।
ইতিমধ্যেই রাজ্যপালের অপসারন নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় –এর সাথে প্রাথমিক আলোচনা সেরেছেন তৃণমূল সুপ্রিম। বিমান বন্দ্যোপাধ্যায় এবিষয়ে লোকসভার স্পীকারকে চিঠিও দিয়েছেন। তবে এভাবে কি রাজ্য থেকে রাজ্যপালের অপসারন করা যায়? কি বলছে সংবিধান? না, রাজ্য এভাবে চাইলেই রাজ্যপালের অপসারন করতে পারে না। তবে রাষ্ট্রপতি, মেয়াদ শেষের আগেই রাজ্যপালের পদ অপসারন করতে পারেন। কারন রাজ্যের রাজ্যপাল, রাষ্ট্রপতি দ্বারাই নিযুক্ত হন। যদি কোনও ক্ষেত্রে কোনও রাজ্যের ক্ষমতাসীন দল রাজ্যপালকে সরানোর বিষয়ে কেন্দ্রের সঙ্গে সহমত পোষণ করে সেক্ষেত্রে রাজ্যপা্লের মেয়াদ পূর্তির আগেই অপসারন করা সম্ভব। যা আপাতত রাজ্য এবং কেন্দ্রের সংঘর্ষ পরিস্থিতি সম্ভব নয় বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
অন্যদিকে সংবিধানের ৭৪ নং ধারায় বলা আছে রাষ্ট্রপতিকে রাজ্যপাল নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রি পরিষদের কাছ থেকে পরামর্শ করতে হয়। এর ফলে কেন্দ্রে ক্ষমতাসীন কোনও রাজনৈতিক দল রাষ্ট্রপতিকে দিয়ে যে কোনও রাজ্যে তাদের পছন্দের একজন রাজ্যপাল পাঠাতে পারেন। আবার কেন্দ্র রাজ্য সহমত পোষণ করেই রাজ্যপালের অপসারন করা উছিত।যা বাংলার ক্ষেত্রে কার্যত অসম্ভব। কাজেই রাজ্যপালকে চাইলেই রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল সরাতে পারবে কি না তার উত্তর দেবে সময়।
ব্যুরো রিপোর্ট