Daily

তৃতীয়বারের মতো বাংলার মসনদে বসে আজ প্রথমবার কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়তের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কৃষক আন্দোলনকে সমর্থন করার পাশাপাশি, এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন মাননীয়া।
রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন করেছিলেন রাকেশ টিকায়েতও। ভোটের মুখে পশ্চিমবঙ্গে জোড়া কৃষক মহা পঞ্চায়েতের আয়োজন করেছিলেন পাঞ্জাবের এই কৃষকনেতা। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, প্রথমদিন থেকে কৃষক আন্দোলনের পাশে আছি। আমাদের অনেক সাংসদ সমর্থন জানাতে সেখানে গিয়েছিলেন। কৃষক আন্দোলন নিয়ে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলবেন বলে জানান তিনি। পাশাপাশি ফসলের দাম কমানোর দাবিও জানান তিনি।
দিল্লির কৃষক আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করে গনতন্ত্র রক্ষা করতে, দেশের কৃষক, শ্রমিক, যুবদের বাঁচানোর জন্য সবাইকে এক হওয়ার বার্তা দেন মমতা।
ব্যুরো রিপোর্ট