Market
বছরভর পর্যটকদের দেখা পাওয়ার ছবিটা লকডাউনের কারণে একেবারে বদলে গিয়েছিল। বিদেশিদের পা পড়া বন্ধ হয়ে যায় বলে পর্যটন শিল্পের অবস্থা বেহাল হয়ে পড়ে। বাদ যায়নি আমাদের বাংলাও। তাই পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের পর্যটন শিল্পকে আগের মত চাঙ্গা করতে কোনরকম অবহেলা করছে না কেন্দ্রীয় সরকার। সেই একই ছবি দেখা গেল এই রাজ্যেও।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই পর্যটনকে আলাদা গুরুত্ব দিয়ে এসেছেন। তার জন্য গোটা রাজ্য জুড়ে বাংলাকে ঢেলে সাজানোর পরিকল্পনা যেমন তাঁর রয়েছে তেমনি বিশ্ব মানচিত্রে বাংলায় পর্যটনের গুরুত্বকেও তুলে ধরতে চাইছেন সমানভাবে। তাই আসছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী বাংলায় পর্যটনের আরো সম্ভাবনার দিকটাই তুলে ধরতে চাইবেন আন্তর্জাতিক স্তরে। অন্তত এমনটাই সূত্রের খবর। কৃষি, শিল্প, ক্ষুদ্র বা মাঝারি যাই হোক না কেন। বাংলার উন্নয়নের জন্য এই সকল বিষয়গুলির পাশাপাশি পর্যটন ক্ষেত্রে আর কোন কোন সম্ভাবনার দিকটি তুলে ধরা যেতে পারে সেই নিয়েই বেশ ভালো রকম পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
দেশের জিডিপির ৬.৫ শতাংশ আসে পর্যটন থেকে। আর বাংলার ক্ষেত্রে ১২ শতাংশ। এই অবস্থায় কোনভাবেই পর্যটনকে কম গুরুত্ব দেওয়া যাবে না। প্রি-প্যান্ডেমিক সময়ে বাংলায় প্রায় ১৬ লক্ষ পর্যটকদের পা পড়েছিল। সেদিক থেকে দেখতে গেলে, বাংলা বলে বলে পিছনে ফেলে দিয়েছে রাজস্থান বা কেরালাকেও। তাছাড়া পর্যটনের সঙ্গে যুক্ত থাকে বহু কর্মসংস্থানের পথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু কর্মসংস্থানের দিকে যথেষ্ট সচেতন, তাই বলাই যায় পর্যটনের সামগ্রিক উন্নতি বহু মানুষের আয়ের সুলুক সন্ধানও দেবে। তাই আগামী এপ্রিলে হতে চলা বাংলার বিজনেস সামিটে উঠে আসবে পর্যটনের কথাও।
ব্যুরো রিপোর্ট