Market
সিঙ্গাপুরের ন্যাশনাল ডিস চিকেন-রাইস। এই দেশের অধিকাংশ মানুষই চিকেন-রাইসের উপর নির্ভরশীল। কিন্তু এবার প্রবল সংকটে ভুগছে সিঙ্গাপুর। দেখা দিয়েছে চিকেন ক্রাইসিস। তার অন্যতম কারণ, চিকেন রফতানি বন্ধ করে দিচ্ছে মালয়েশিয়া। ১ জুন থেকেই মালয়েশিয়া চিকেন রফতানির উপর জারি করে দিয়েছে নিষেধাজ্ঞা। যে কারণে চিকেনের ক্রাইসিস দেখা দিয়েছে সিঙ্গাপুরের হাটে-বাজারে। সিঙ্গাপুর ফুড এজেন্সি মারফৎ জানা গিয়েছে, সিঙ্গাপুর যত পরিমাণ চিকেন আমদানি করে তার ৩৪ শতাংশ আসে মালয়েশিয়া থেকেই। মালয়েশিয়া নিষেধাজ্ঞা জারি করতেই গভীর সংকটে পড়েছেন সিঙ্গাপুরের চিকেন ব্যবসায়ীরা। তাঁরা মনে করছেন, মালয়েশিয়ায় নিষেধাজ্ঞার কারণে সিঙ্গাপুরে চিকেন ব্যবসায়ীরা ভালোরকম ক্রেতা হারাবেন। জানা গিয়েছে, মালয়েশিয়া সরকার এই নিষেধাজ্ঞা ততদিনই বহাল রাখবে যতদিন না সেই দেশে চিকেনের প্রোডাকশন এবং দাম নিয়ন্ত্রণে আসে। মালয়েশিয়ায় চিকেনের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।