Trending
উৎসবের আমেজ মোটামুটি থিতু হয়েছে। নববর্ষের রেশ কাটিয়ে ব্যাক টু মোশনে শহর কোলকাতা। আর এরই মধ্যে কোলকাতা শহরের ভালবাসার গল্পগাঁথায় জুড়ল আরও এক নতুন অধ্যায়। শহর কোলকাতায় আরও একবার নতুন করে হাজির মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। ভারতের স্বর্ণমহলের ভীষণ পরিচিত নাম। বলা ভালো, ভারতের ইকনমিক্যাল ডেভলপমেন্টের অন্যতম প্রধান ড্রাইভিং ফোর্স। দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে প্রায় ৩০৭ টি আউটলেট সহ যারা আপনাদেরকে সার্ভ করার জন্য সবসময় প্রস্তুত। আর কাস্টমারের প্রতি তাদের এই দায়বদ্ধতাই মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসকে ভারতের অন্যতম লিডিং গোল্ড ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাইয়েছে।
প্রতিটা জুয়েলারিতে Traditional এবং contemporary ডিজাইনের একটা পারফেক্ট ব্লেন্ড দেখতে পাবেন আপনারা। যেটা মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন-বান-শান-কে সিগনিফাই করে। ডিজাইন দেখলেই বোঝা যায় এর পেছনে রয়েছে বেশ কিছু স্কিল্ড আরটিসান। যারা তাদের এই শিল্পীস্বত্বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন।
এতকিছুর পরেও এটাই সত্যি, যে সোনার দাম ৬০ হাজার পেরিয়েছে। ডায়মন্ড তো বরাবরই নাগালের বাইরেই থেকেছে। দেখুন, সোনার দাম বাড়ছে। সত্যিই বাড়ছে। সবাই জানে। কিন্তু কোনটা জানি না জানেন? এত আন্সারটেন্টির মাঝেও Craze for Gold is Back in Action. আর এমন ব্যবসায়ীরা যখন পাশে থাকেন, যারা মেকিং চার্জ কমিয়ে বাজার বিমুখ মধ্যবিত্তকে ফের বাজারমুখী করার শপথ নিয়েছেন। একইসঙ্গে গোল্ড ইন্সুরেন্স দিতেও যারা প্রতিজ্ঞাবদ্ধ। আর আজ তাদের মতো এই ব্যবসায়ীদের জন্যই ভারতের স্বর্ণমহল আজ এতটা সমৃদ্ধ। যাদের উৎসাহে প্রচুর বিনিয়োগকারীরাও তাদের ইনভেস্টমেন্ট পোর্টফলিওকে রাঙ্গিয়ে তুলছেন সোনার রঙে।
এদিনের সন্ধ্যা যেন আরও বেশি করে আলোঝলমলে হয়ে উঠেছিল কিংবদন্তী শিল্পী পিসি সরকার জুনিয়র এবং তাঁর পরিবারের সদসস্যদের উপস্থিতিতে।
দিনশেষে গ্রাহকদের ঠোঁটের কনার ওই হাসিই সব উত্তরটা দিয়ে দেয়। আসলে তারা এই ব্রাঞ্চ ওপেনিং নিয়ে কতটা এক্সাইটেড ছিল। আর এভাবেই একের পর এক আনফোল্ড হতে থাকে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সোনা এবং হিরের গল্পগাঁথা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ