Daily

উচ্চ সুদে এফডি করুন এক মিনিটে, গুগলের সাথে। অবাক হচ্ছেন? সে আমরা কমবেশি প্রায় সকলেই অবাক হয়েছি টেক জায়েন্ট সংস্থা গুগলের এক কে বাদ এক চোখ ধাঁধানো ফিচার্স নিয়ে। গুগল পে নিয়ে এলো এই দারুন সুবিধে।
এফডি করবেন, আর ভালো সুদ পাবেন না? ব্যাপারটা মোটেই মনমত হচ্ছে না বলুন? চিন্তা কি? গুগল পে তে এফডি করুন আর রিটার্ন পান বেশ চড়া। ব্যাংকে গিয়ে এফডি করলে গ্রাহককে সামলাতে হয় একাধিক ঝক্কি ঝামেলা। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ফর্ম ফিল আপ করা, আবার প্রয়োজনীয় নথি জমা। এসব থেকে বিরত থাকুন, গুগল পে-কে সঙ্গী করুন। একেবারে নিশ্চিন্তে আমানত গচ্ছিত রাখুন। ইক্যুইটস স্মল ফাইন্যান্স ব্যাংক-এর সাথে মিলিত উদ্যোগে এই নতুন পরিষেবা নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করতে চলেছে গুগল পে।
একটা মাত্র ওটিপির মাধ্যমে আপনার আধার ভিত্তিক কেওয়াইসি করতে হবে। ইক্যুইটস স্মল ফাইন্যান্স ব্যাংক-এ কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও এফডি করা যাবে। সুদ পাওয়া যাবে, ৬.৩৫% হারে। পরবর্তীতে প্রজেক্ট সফল হলে এর প্রসার ঘটবে, টাই আপ হবে অন্যান্য ব্যাংকের সাথেও।
ব্যুরো রিপোর্ট