Daily

ব্যবসা করবেন? ঋণ চাই? গ্যারেন্টার না থাকায় ব্যাংক ঋণ দিতে রাজি হচ্ছে না, তাই তো? আর নেই দরকার, অযথা চিন্তা ভাবনার। পাশে আছে প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ প্রকল্প। পেয়ে যাবেন প্রায় ১০ লক্ষ টাকা ঋণ মূল্য।
মুদ্রা যোজনার সুবিধা কেবলমাত্র এসএমই, এমএসএমই, উৎপাদন, বাণিজ্য ও সেবা খাতে নিযুক্ত ব্যবসায়ীরাই পাবেন। শিশু, কিশোর, তরুণ এই তিনটি আওতায় ঋণ পাবেন আবেদনকারী। কি মনে হচ্ছে? ঋণ আবেদনে বয়েশ কত হতে হবে? একেবারেই না, শিশু, কিশোর, তরুণ আওতায় পাবেন ঋণ, এর সাথে বয়সের কোনো সম্পর্ক নারী।
আপনি যদি নতুন ব্যবসা শুরুর জন্য শিশু ঋণের আওতায় ঋণ নেন, তবে ১০-১২% সুদের বিনিময়ে পেয়ে যাবে ৫০ হাজার টাকা ঋণ, যা আপনাকে ৫ বছরের মধ্যে শোধ করতে হবে।
ব্যবসা শুরু করে দিয়েছেন, কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন আর্থিক সহযোগিতার। আবেদন করুন কিশোর ঋণ আওতায়। পাবেন ৫০,০০০ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ। এক্ষেত্রে সুদের হার ঋণ প্রদানকারী সংস্থার উপর এবং ঋণ মুকুবের সময় সংশ্লিষ্ট ব্যাংকের দ্বারা নির্ধারিত হবে।
ব্যবসা প্রতিষ্ঠিত, এবং সম্প্রসারণে আগ্রহী ব্যক্তি তরুণ ঋণ আওতায় ঋণ পাবেন। ঋণ পাবেন প্রায় ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা। সুদের হার এবং ঋণ মুকুবের সময় স্থির করবে ব্যাংক।
বাণিজ্যিক যানবাহন যেমন ট্র্যাক্টর, অটোরিকশা, ট্যাক্সি, ৩ চাকার গাড়ি, ই-রিকশা ইত্যাদি কেনা বা সেলুন, জিম, সেলাইয়ের দোকান, ওষুধের দোকান, জিনিসপত্র মেরামতির দোকান, ড্রাই ক্লিনার্স, ফটোকপি দোকান ইত্যাদি ব্যবসা শুরু করার ক্ষেত্রে এই ঋণের আবেদন করতে পারেন আপনি। এছাড়াও যদি কৃষি বিপণন কেন্দ্র, খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ, পোলট্রি, মাছ চাষ, মৌমাছি পালন, পশুসম্পদ পালন, কৃষি-শিল্প, ডেয়ারি ইত্যাদি নিয়ে ব্যবসা শুরু করতে চান বা শুরু করে দিয়েছেন এমন হয়, তবে অবশ্যই আবেদন করতে পারবেন।
ব্যুরো রিপোর্ট