Daily
গতকাল দিনভর মানুষের সঙ্গে ধানক্ষেতে চোরপুলিশ খেলার পর রাত্রিবেলা মৈপীঠের ধানক্ষেত থেকে যে বাঘটিকে খাঁচাবন্দি করা হল, তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেল সেটি আসলে বাঘ নয় বাঘিনী। এবং সে গর্ভবতী। গতকাল রাতে খাঁচায় বন্দি করার পর এই গর্ভবতী বাঘিনীটিকে নিয়ে যাওয়া হয় বনি ক্যাম্পের উদ্দ্যেশ্যে। সেখানেই পাঁচ সদস্যের একটি টিম বাঘিনীর স্বাস্থ্যপরীক্ষা করে। এই টিমে উপস্থিত ছিলেন একজন চিকিৎসক। অন্যজন ব্যঘ্র বিশেষজ্ঞ।
গতকাল সকালে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের ধানক্ষেতে প্রথম গ্রামবাসীরা এই বাঘিনীটিকে দেখতে পান। হাওয়ার বেগে খবরটি ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যপক চাঞ্চল্য তৈরি হয়। ধানক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ার কারণে উৎকণ্ঠা বাড়তে থাকে গ্রামবাসীদের। ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের আধিকারিকরা। দিনভর বাঘিনীকে ধরার চেষ্টা করা হয়। দুটি খাঁচায় দুটি ছাগলের টোপও দেওয়া হয় আলাদা আলাদাভাবে। অবশেষে রাতে বন্দি হয় বাঘিনীটি। বনদফতর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা ডিভিশনের একটি জঙ্গলে এই বাঘিনীটিকে ছেড়ে দেওয়া হবে।
দীপান্বিতা দাস
দক্ষিণ ২৪ পরগনা