Prime
Daily
৬১ দিন পরেও মেট্রোতে শিকেয় উঠলো দুরত্ববিধি
By sanchitabpn21 | July 16, 2021
Daily
দীর্ঘ ৬১ দিন পর সাধারণের জন্য মেট্রোর চাকা ঘুরতে শুরু করলো মেট্রোসিটি কলকাতায়। ‘সার্ভিস আভেলেবল’ লেখা প্ল্যাকার্ড দেখে স্বস্তির বদলে, নিত্যযাত্রীদের কপালে উঠছে চোখ। কারণ? উধাও সামাজিক দুরতবিধি।
কথা ছিল, ৫০% যাত্রী নিয়েই গড়াবে মেট্রোর চাকা। কিন্তু বাস্তবে চিত্রটা একেবারে উল্টো। মেট্রোর কামরা থেকে স্টেশন চত্বর, যাত্রীদের ভিড়ে থিক থিক করছে চত্বর। যদিও নিরাপত্তা রক্ষীরা প্রত্যেকের পেশাগত কার্ড দেখে তবেই মেট্রোতে উঠতে দিচ্ছে।
দমদম থেকে কালীঘাট বা কবি সুভাষ থেকে কালীঘাট, ছবিটা একই। সামাজিক দুরত্ববিধি শিকেয় ওঠায় ভয় জমছে একাধিক নিত্য যাত্রীদের মনে। উত্তর থেকে দক্ষিণ, যাত্রীদের মুখে অভিযোগের সুরটা একই।
ব্যুরো রিপোর্ট