Daily

অতিমারি পরিস্থিতিতে বন্ধ হয় ট্রেন পরিষেবা। লোকাল থেকে দূরপাল্লার ট্রেনের চাকা থেমে যায় সংক্রমণে রাশ টানার জন্য। এবার সেই সব ট্রেন আবারও চালাবার নির্দেশ দিল পূর্বরেল। জানানো হয়েছে, পূর্ব রেলের যেসকল শাখার মেল এবং এক্সপ্রেস ট্রেন বন্ধ রয়েছে, সেই সবকটি ট্রেন চালাতে হবে আগামী সপ্তাহ থেকেই। এমনই নির্দেশ দিয়েছেন পূর্ব রেলের জিএম মনোজ যোশি।
প্রসঙ্গত উল্লেখ্য, হাওড়া থেকে মুম্বই বা দিল্লি সহ একাধিক দূরপাল্লার ট্রেন এখন বন্ধ। কিন্তু এইসকল ট্রেনের চাহিদা যতই দিন যাচ্ছে, ক্রমশই বাড়ছে। যাত্রীরা বারবার দাবি তুলছেন যেসকল ট্রেন করোনার জন্য বন্ধ রাখা হয়েছিল এবার সেইসকল ট্রেন আবারও চালু রাখা হোক। এবার যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখেই সেরকম পদক্ষেপ নিতে চলেছে রেল। সম্প্রতি রেলকর্তাদের সঙ্গে বৈঠক করেন পূর্ব রেলের জিএম মনোজ যোশি। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই চালু করে দেওয়া হবে এই সকল দূরপাল্লার ট্রেন। তবে বাংলাদেশগামী ট্রেন চালুর বিষয়ে এখনও পর্যন্ত কোনরকম সিদ্ধান্তে পৌঁছতে পারেননি রেল কর্তারা। কারণ, বন্ধন বা মৈত্রী এক্সপ্রেসের মত ট্রেন চলবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। বিদেশমন্ত্রকের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই বাংলাদেশগামী ট্রেন চালানো হবে।
রেল সূত্রে খবর, বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের বিভিন্ন শাখায় দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস সহ মোট ১৮টি ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও রাজ্যে কবে লোকাল ট্রেন চালু হবে তার কোন জবাব এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কারণ রেলের পক্ষ থেকে লোকাল ট্রেন চালাবার কথা বলা হলেও রাজ্য সরকারের তরফ থেকে মেলেনি অনুমতি। ফলে, লোকাল ট্রেনের নিত্য যাত্রীদের দুর্ভোগ পোহাতেই হচ্ছে।
ব্যুরো রিপোর্ট