Trending
কামব্যাক করেই পুরনো ঝাল মনের আনন্দে মেটাতে শুরু করেছেন মহুয়া। এমন তাঁর কথার জের যে শুরুতেই কক্ষ ছেড়ে চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই একের পর এক বাক্যবাণে বিদ্ধ করতে থাকেন মহুয়া। তিনি বলেন, কৃষ্ণনগরবাসী কৃষ্ণের মত তাঁকে রক্ষা করেছেন। এরপর উঠে আসে একের পর এক তির্যক মন্তব্য। মহুয়া এদিনেও বলেন, শেষ দেখে ছাড়বেন। একইসঙ্গে কেন্দ্রের বঞ্চনার কথাও তুলে ধরেন তিনি। মোদী যখন কক্ষ ছাড়েন সেই সময় মহুয়া বারবার বলতে থাকেন, দয়া করে শুনে যান। ভয় পাবেন না। আমার কেন্দ্রে তো আপনি দু’বার এসেছেন। দয়া করে শুনে যান। মোদী অবশ্য মহুয়ার কথা কানে না তুলেই বেরিয়ে যান। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কী বললেন, শুনে নেওয়া যাক।