Daily

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই বিতর্কে জড়িয়ে পড়েন শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। ফল প্রকাশের পর পড়ুয়ার ধার্মিক পরিচয় দেবার পর থেকেই তিনি বারবার সমালোচিত হন । সেই কারণে শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে ইস্তফাও দিতে চান তিনি। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে মহুয়া দাস কে সরিয়ে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য কে ওই পদে বসানো হল।
মহুয়া দাস এর পড়ুয়াকে নিয়ে করা ধর্মীয় মন্তব্যকে কেন্দ্র করে বারবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছিলো রাজ্য সরকারকে । বারবার প্রশ্ন ওঠে মহুয়া দাসের সচেতনতা ও মানবিক বোধ নিয়েও। যদিও পরে ক্ষমা চেয়ে বিতর্কে জল ঢালারও চেষ্টা করেন তিনি। কিন্তু এই ইস্যু নিয়ে তৃণমূলের উপর লাগাতার চাপ সৃষ্টি করতে থাকে বিরোধীরা। আর তারপরেই শোনা যায় শীঘ্রই সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন মহুয়া দাস। যদিও সূত্রের খবর, বর্তমানে তাকে অপসারিতই করেছে রাজ্য সরকার। এবং মহুয়া দাসের জায়গায় এই পদে বসতে চলেছেন যাদবপুরের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।
ব্যুরো রিপোর্ট।