Daily

প্রতিরক্ষার জন্য আত্মনির্ভর ভারতই মোদী সরকারের অন্যতম পাখির চোখ। তার জন্য ক্ষমতায় আসার পর থেকেই ভারতকে যুদ্ধ সরঞ্জামের জন্য আত্মনির্ভর করতে উঠেপড়ে লেগেছে মোদী ক্যাবিনেট। তারই প্রাথমিক ধাপ হিসেবে মাহিন্দ্রার সঙ্গে চুক্তি করল কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, অত্যাধুনিক আইএডিএস তৈরি করবে ভারতের এই বেসরকারি সংস্থা। কী এই আইএডিএস? ইন্টিগ্রেটেড সাবমেরিন ওয়ারফেয়ার ডিফেন্স স্যুট অত্যাধুনিক যুদ্ধজাহাজের জন্য ভীষণরকম কার্যকরী হতে চলেছে। এই আইএডিএস যেমন টর্পেডো বা সাবমেরিনের হাত থেকে জাহাজকে রক্ষা করবে তেমনই টর্পেডোর গতিও ঘুরিয়ে দিতে সক্ষম হবে।
সমুদ্রের মধ্যে নানারকম পরীক্ষা দিতে হয়েছে কোম্পানিগুলিকে এই প্রযুক্তির বরাত পাবার জন্য। যা অবশেষে মাহিন্দ্রার হাতে উঠে এলো। ইতিমধ্যেই ভারত সরকার এই প্রকল্পের জন্য মাহিন্দ্রাকে ১৩৪৯.৪৫ কোটি টাকা দিয়ে রেখেছে।
ব্যুরো রিপোর্ট