Trending
ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক অবনতির পথে
ভারত বন্ধ করেছে ভিসা দেওয়ার প্রক্রিয়া
টলমল আবহেই এবার ক্ষতির মুখে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা
বন্ধ হয়েছে কানাডার সংস্থা রেসন অ্যারোস্পেস কর্পোরেশন
রেসন অ্যারোস্পেস কর্পোরেশনে ১১.১৮% অংশিদারিত্ব রয়েছে মাহিন্দ্রার
২০ সেপ্টেম্বর থেকে রেসন অ্যারোস্পেস কর্পোরেশনের অস্তিত্ব নেই
এই সংস্থা লিকুইডেশনের পর মাহিন্দ্রা পেতে পারে ৪.৭ মিলিয়ন কানাডিয়ান ডলার
দুই দেশের মধ্যে বিবাদ ক্রমশ বাড়তে থাকায় আশঙ্কায় ব্যবসায়ী মহল
বেশ কিছু ভারতীয় কোম্পানির বিনিয়োগ রয়েছে কানাডায়
অন্যদিকে কানাডার মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে ভারতে
কূটনৈতিক স্তরে বিরোধ চলার কারণে জটিল হচ্ছে পরিস্থিতি
সংকট কি ধীরে ধীরে আরও বাড়বে দুই দেশের মধ্যে?
ইতিমধ্যেই কানাডায় থিতু ভারতীয়দের মধ্যে তৈরি হচ্ছে আশঙ্কা
ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ক্রমশ মাথাচাড়া দিচ্ছে
সম্পর্কের অবনতি হলে কোথায় গিয়ে দাঁড়াবেন তাঁরা?
কানাডায় ভারতীয়দের মধ্যে শিখ রয়েছেন অনেকে
তাঁরাও এখন রয়েছেন ভালোরকম দুশ্চিন্তায়
যদিও জাস্টিন ট্রুডোর কথা ভিত্তিহীন বলছেন কানাডার কূটনীতিকদের একাংশ
কানাডার নিজের দলের সদস্য ঘুরে দাঁড়িয়েছেন ট্রুডোর বিরুদ্ধে
ভারতীয়দের আশঙ্কার কারণ নেই বলছেন তাঁরা
যদিও সমস্যা যেভাবে গভীরে রেখাপাত করেছে, তা এখনই মেটার নয়
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ