Trending

গত বছর মুক্তি প্রাপ্ত বিদ্যা বালন অভিনীত ছবি ‘শেরনি’ থেকে ‘ অশোক’ , ‘রাজনীতি’, ‘দবাং ৩’, ‘স্ত্রী’ বা ‘পঞ্চায়েত’- জনপ্রিয় সিনেমা হোক বা জনপ্রিয় সিরিজ। এই সবের শুটিং কোথায় হয়েছে জানেন? বলিউড পরিচালকরা ইতিমধ্যেই বেছে নিয়েছেন মধ্যপ্রদেশকেই। কিন্তু প্রশ্ন হল, এত জায়গা থাকতে বারবার কেন মধ্যপ্রদেশই নজর কাড়ছে পরিচালকদের?
সংবাদ সুত্র মারফৎ খবর, ৯০০ টিরও বেশি ছবির শুটিং হয়েছে এখনও পর্যন্ত এ রাজ্যে। ১৯৫২ সালে মুক্তি প্রাপ্ত , দিলীপ কুমার অভিনীত ছবি ‘আন’ এর শুটিংও হয়েছে এ রাজ্যে। এবং এটিই মধ্যপ্রদেশে শুটিং হওয়া প্রথম ছবি। ‘সিঙ্গল উইন্ডো সিস্টেম’ ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ছবি প্রযোজনা সংক্রান্ত যাবতীয় অনুমতি গ্রহণ করার পদ্ধতির জটিলতা আগের থেকে কমেছে। এমনকি এই রাজ্যে শুটিং করলে প্রায় ৫০ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ভর্তুকিও পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। এছাড়াও মধ্যপ্রদেশের যে অঞ্চলে শুটিং করা হবে সেই জায়গার আসল নাম বা ঠিকানা যদি ছবিতে উল্লেখ করা হয় তাহলে অতিরিক্ত ৫০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করবে মধ্যপ্রদেশ সরকার। স্থানীয়দের দিয়ে অভিনয় করানো হলে মিলবে আরও ভর্তুকি। এছাড়াও এই রাজ্যের স্থানীয় শিল্পীদের জন্য ২৫ লক্ষ টাকার মতো আর্থিক অনুদানও দেওয়া হয়।
একদিকে মধ্যপ্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে সরকারের তরফ থেকে এত সুযোগ সুবিধা। স্বাভাবিকভাবেই, শুটিং লোকেশন হিসেবে মধ্যপ্রদেশকে বেছে নিতে তাই বলিউড পরিচালক এবং প্রযোজকরা আর দ্বিতীয়বার ভাবছেন না। একইসঙ্গে সরকারের উদ্দ্যেশ্য কিছুটা হলেও পূর্ণ হচ্ছে। কারণ, বিগ বাজেটের এই সকল সিনেমায় মধ্যপ্রদেশকে যেভাবে তুলে ধরা হচ্ছে, তাতে মধ্যপ্রদেশের ট্যুরিজমের দরজাও অনেকটা খুলে যাচ্ছে বলে মনে করছে মধ্যপ্রদেশ সরকার।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ