Trending
৯০০ বিলিয়ন ডলারের যুদ্ধ শুরু করতে চায় ফ্রান্স
এই যুদ্ধ অর্থনীতির, প্রতিপক্ষ এক এবং একমাত্র চিন
অর্থনীতির যুদ্ধে চিনকে কোণঠাসা করতে চাইছে ফ্রান্স সরকার
এই যুদ্ধ করতে চাইছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ
গোটা ইউরোপকে এই যুদ্ধে সামিল হবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন
এই সিদ্ধান্তে কার্যত বিপদে পড়তে পারে বেজিং
ইউরোপে ধাক্কা খেতে পারে চিনের একচ্ছত্র ব্যবসা
বেশ কিছুদিন ধরেই সৌর শিল্প ইউরোপে ধাক্কা খাচ্ছে
তার অন্যতম কারণ চিন থেকে আসা চিপ সরবরাহে ধাক্কা
ইউরোপে ভালোরকম ধাক্কা খেতে পারে অটোমোবাইল ইন্ডাস্ট্রি
চিনের ওপর ভরসা ঠিক নয়, মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ
ইউরোপকে নিজের ক্ষমতা ধরে রাখতে হলে সমতা আনতেই হবে
ম্যাক্রোঁর সিদ্ধান্ত হতাশাজনক এবং চিন্তার, মনে করছে বেজিং
যদিও ফ্রান্সের উদ্যোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছে জার্মানি
জার্মানি মনে করছে ফ্রান্সের সিদ্ধান্ত ধাক্কা দিতে পারে রফতানি বাণিজ্যকে
এমনিতেই জার্মানি ইউরোপের পলিসি থেকে কিছুটা পিছু হেঁটেছে
মনে করা হচ্ছে, তারই সদ্ব্যবহার করতে চাইছে ফ্রান্স
ম্যাক্রোঁর ভাবনাকে আরও কিছুটা ছড়াতে সাহায্য করছেন জো বাইডেন
ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট এনে ঘরের শিল্পকে অক্সিজেন দেবার প্রচেষ্টা
এই আইন ফ্রান্সকে সাহায্য করবে আমেরিকার পাশে দাঁড়াতে
এরপর চিন কিভাবে অর্থনীতির যুদ্ধে রণতরী সাজায়, সেটাই দেখার
বিজনেস প্রাইম নিউজ