Market

বিগত ২ বছরে বিভিন্ন ধরনের শেয়ার বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে মাল্টিব্যাগার। ভারতে এমনই একটি মাল্টিব্যাগার শেয়ার হল ফ্লোমিক গ্লোবাল লজিস্টিক শেয়ার। এই মাল্টিব্যাগার পেনি স্টকের প্রতিটি শেয়ার ৩৫ পয়সা থেকে বেড়ে ১৯৮.৪৫ টাকায় পৌঁছে গিয়েছে।
সূত্রের খবর, প্রায় ৩ বছরের মধ্যে এই মাল্টিব্যাগার পেনি স্টক ফ্লোমিক গ্লোবাল লজিস্টিক ৫৬৭ গুণ বেড়েছে। মাল্টিব্যাগার পেনি স্টকের শেয়ারের দামের পরিসংখ্যানের দিকে নজর দিলে লক্ষ্য করা যাবে যে ফ্লোমিক গ্লোবাল লজিস্টিকের শেয়ারের দাম বিগত ৬ মাসে ১০.৩৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯৮.৪৫ টাকা। এখনও পর্যন্ত এই মাল্টিব্যাগার পেনি স্টক ফ্লোমিক গ্লোবাল লজিস্টিকের শেয়ার ১৯.১৩ শতাংশ হারে বেড়েছে।
উদাহরণস্বরূপ, এই ধরনের মাল্টিব্যাগার স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৩-৪ বছরের মধ্যেই কোটি টাকার বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীদের ভাগ্যের চাকা সহজেই ঘুরিয়ে দেবে এই ধরনের মাল্টিব্যাগার স্টক।
ব্যুরো রিপোর্ট