Market

মঙ্গলবার সকালে প্রত্যাশাকে উপেক্ষা করে এলঅ্যান্ডটি টেকনোলজি সার্ভিসেস লিমিটেডের স্টকের দর 2.93% বৃদ্ধি পেয়ে 5198.50 টাকা ছুঁয়েছে। সোমবার স্টক ক্লোজ হয়েছিল, যখন শেয়ার বাজারে স্টকের দর ছিল 5050.65 টাকা।
তবে বিশেষজ্ঞেরা এই বৃদ্ধিতে একদমই খুশি নন। সূত্রের খবর, এলঅ্যান্ডটি টেকনোলজি সার্ভিসেস লিমিটেড গত এক বছরে তার শেয়ারহোল্ডারদের 139% হারে রিটার্ন দিয়েছে। চলতি আর্থিক বর্ষের দ্বিতীয়ার্ধে কোম্পানির স্টকের দর 22.3% বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট বলছে, গত আর্থিক বর্ষে একই সময়ে যেখানে কোম্পানির নেট আয়ের পরিমাণ ছিল 1313.8 কোটি টাকা। সেখানে চলতি আর্থিক বর্ষে সেই পরিমাণ দাঁড়িয়েছে 1607.70 কোটি টাকা।
প্রসঙ্গত, এলঅ্যান্ডটি লিমিটেডের তথ্যপ্রযুক্তি শাখা হল এলঅ্যান্ডটি টেকনোলজি সার্ভিসেস লিমিটেড। এই শাখা প্রধানত ইঞ্জিনিয়ারিং ও গবেষণা এবং উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত। যেভাবে কোম্পানির স্টকের দর বাড়ছে, সেখানে এই ধারবাহিকতা আগামিদিনেও বজায় থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।