Market
ফের চাপ বাড়ল সাধারণের পকেটে। শুক্রবার মাঝরাত থেকে গৃহস্থের রান্নার গ্যাসের দাম এক লাফে বৃদ্ধি পেল ৫০ টাকা। যে কারণে কলকাতাবাসীকে একটি রান্নার গ্যাস কিনতে এখন থেকে দিতে হবে ১০২৬ টাকা। এমনিতেই প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ওষুধের মূল্যবৃদ্ধি কার্যত নাভিশ্বাস তুলেছে সাধারণ মানুষের। তারপর রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় কার্যত ঘুম উড়ে যাওয়ার জোগাড় হল সাধারণ মানুষের।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম চোখ রাঙাচ্ছে। ভারতেও দফায় দফায় পেট্রল-ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। সংসার সামলাতে গিয়ে নাকানিচোবানি খেতে হচ্ছে সাধারণ মানুষকে। তারপর এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি। ২২ মার্চ একটি রান্নার সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে পৌঁছে গিয়েছিল ৯৭৬ টাকায়। তারপর অবশ্য ১৪.২ কেজি সিলিন্ডারের দাম একই জায়গায় আটকে থাকলেও এবার গৃহস্থের রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা বেড়ে যাওয়ায় চাপ বাড়ল গ্রাহকদের উপরে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ