Daily

ভোটের ভরা বাজারে বিনা মেঘে বজ্রপাতের মতো স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর প্রস্তাব দিলেন, আবার তেমনি ঝড়ের গতিতে আবার তা ফিরিয়েও নিলেন। ঘটনা যে খুব সুবিধেজনক দিকে এগোবে না, তা আগেই আঁচ করা গিয়েছিল। আর ঘটলোও তাই। ভোট মিটলেই ওই প্রস্তাব কার্যকর করলো কেন্দ্র।
বৃহস্পতিবার থেকে সারা দেশে পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে সুদের হার ২.৭৫% থেকে কমে হচ্ছে ২.৫ শতাংশ। অর্থাৎ, কোনো ব্যাক্তির এক লক্ষ টাকা পর্যন্ত আমানত থাকলে ওই ব্যক্তি আড়াই শতাংশ হারে সুদ পাবেন। কিন্তু পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকেরা আগের নিয়ম অর্থাৎ ৪%, হারেই সুদ পাবেন। একই বিভাগের অধীনে থাকা দুই ধরনের সেভিংস অ্যাকাউন্টে তবে সুদের তারতম্য থাকবে কেন? স্বাভাবিকভাবেই গ্রাহকদের মধ্যে উঠছে প্রশ্ন, বাড়ছে বিভ্রান্তি। একে মুদ্রাস্ফীতি, তায় অর্থনৈতিক মন্দার এই বাজার। এরপর বার বার সুদের হার কমায় চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।
এখানেই শেষ নয়। ডাক বিভাগ, আইপিপিবি বেশ কিছুদিন আগেই আধার এনাবলড পেমেন্ট সিস্টেম (এইপিএস) ব্যবস্থা চালু করেছে। এই নতুন ব্যবস্থায় আইপিপিবিতে অ্যাকাউন্ট থাকা গ্রাহক যে কোনও ব্যাঙ্ক বা কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে টাকা তুলতে পারেন। আজ ১লা জুলাই থেকে কোনও গ্রাহক আইপিপিবি ছাড়া অন্য কোনও ব্যাঙ্কে তিন বারের বেশি কেউ টাকা তুললে প্রতিবার টাকা তোলার জন্য ২০ টাকা করে কেটে নেওয়া হবে। মানুষের দুর্দিনে কেন্দ্রীয় সরকারের এই অমানবিকতা দেশবাসীর মধ্যে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ব্যুরো রিপোর্ট