Market
বড়সড় ক্ষতির ধাক্কা সামলাতে হল বিশ্বের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে। বিগত ১০ বছরে নেটফ্লিক্সকে হারাতে হল বড় সংখ্যার গ্রাহক। যে কারণে সংস্থার শেয়ার দর কমল ২৫ শতাংশ মতন। এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে গ্রাহক হারানোর পাশাপাশি শেয়ার দর কমে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সংস্থার কপালে। কিন্তু কেন নেটফ্লিক্সের মত সংস্থাকে দেখতে হচ্ছে ক্ষতির মুখ?
জানা গিয়েছে, নেটফ্লিক্স একধাক্কায় তার গ্রাহক সংখ্যা হারিয়েছে অনেকটা। অর্থাৎ নতুন ইউজারদের সাইন আপ করার সংখ্যার চেয়ে নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা অনেকটাই কমেছে। প্রথম ত্রৈমাসিকে নেটফ্লিক্স তাদের গ্রাহক সংখ্যা ধরে রাখতে পেরেছে ২২ কোটি ১৬ লক্ষে। যা গেল বছরের থেকে অনেকটাই কম। সংস্থা সূত্রে জানানো হয়েছে, নেটফ্লিক্সের মাথায় ক্ষতির বোঝা চেপে বসার অন্যতম কারণ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। যুদ্ধের কারণে রাশিয়া থেকে নেটফ্লিক্স তার পরিষেবা পুরোপুরি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর যে কারণে নেটফ্লিক্সকে এক ধাক্কায় গ্রাহক সংখ্যা হারাতে হয় ৭ লক্ষের মতন। এদিকে গোটা বিশ্বে ওটিটি প্ল্যাটফর্মের জমানায় বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা। আর যে কারণে ক্রমশই গ্রহণযোগ্যতায় গ্রাহকদের কাছে পিছিয়ে পড়ছে নেটফ্লিক্সের জনপ্রিয়তা। এছাড়াও নেটফ্লিক্সে তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি না পাওয়ার কারণ হিসেবে জানিয়েছে, তাদের কোম্পানি পলিসির সুবিধা।
সূত্রের খবর, নেটফ্লিক্সে অ্যাকাউন্ট তৈরি করতে পারলে সেই অ্যাকাউন্ট গ্রাহকরা ভাগ করে দিচ্ছেন নিজের পরিবার, পরিজনদের মধ্যে। স্বাভাবিকভাবেই, নতুন গ্রাহক তৈরি না হলেও নেটফ্লিক্সের সুবিধা পাচ্ছেন প্রত্যেকেই। আর যে কারণে নেটফ্লিক্সকে নতুন করে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায়নি। এছাড়াও করোনার প্রথম ঢেউ আসার পরে নেটফ্লিক্স যেভাবে গোটা বিশ্বে ভালোরকম গ্রাহক সংখ্যা তৈরি করেছিল, তারপর দেখা যায় ২০২১ সালে গ্রাহক সংখ্যা সেই অনুপাতে কমেছে অনেকটাই। আর যে কারণে নেটফ্লিক্সকে পড়তে হল বড়সড় ক্ষতির মুখে। এখন লোকসানের বোঝা কমাতে নেটফ্লিক্স কিভাবে ঘুরে দাঁড়ায়, সেটাই এখন দেখার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ