Trending
বড়দের যেমন অফিস, ছোটদের তেমন অনলাইন ক্লাস। আজকের দুনিয়ায় পড়াশোনা থেকে কাজ সবক্ষেত্রেই ভরসা জোগাচ্ছে ডিজিটাল মাধ্যম। তাই স্মার্ট ফোনের চাহিদা এখন তুঙ্গে। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে, স্মার্ট ফোনের ওপর ছোটদেরও আকর্ষণ ক্রমশই বেড়ে চলেছে। অনেক্ষণ ধরে কানে হেডফোন গুঁজে রাখতে হচ্ছে ছোটদের। আর এই দীর্ঘক্ষণ ইয়ারফোন গুঁজে রাখার প্রবণতা ছোটদের জন্য ডেকে আনতে পারে বড়সড় বিপদ।
বিশেষজ্ঞরা বলছেন, অত্যধিক হেডফোনের ব্যবহার ছোটদের শ্রবণ ক্ষমতা পাকাপাকিভাবে নষ্ট করে দিতে পারে। দিনে এক ঘন্টার বেশি সময় ধরে যদি ৭০ ডেসিবেলের অধিক শব্দ কানের পর্দায় গিয়ে সরাসরি আঘাত করে হেডফোনের দৌলতে তাহলে ছোটরা ক্রমশই হারাতে থাকবে তাদের শ্রবণশক্তি। কারণ হিসেবে বলা হচ্ছে, ছোট বাচ্চাদের শ্রবণ ক্ষমতার সিস্টেম বড়দের মত সম্পূর্ণ গড়ে ওঠে না। যে কারণে অসম্পূর্ণ অবস্থাতেই যদি এভাবে শব্দ দীর্ঘক্ষণ কানে আঘাত করে, তবে আদতে ক্ষতি হবে শিশু, কিশোর এবং অল্পবয়সীদের।
ব্যুরো রিপোর্ট