Market
শেয়ার বাজারে বিনিয়োগকারীদের হাসি চওড়া করতে ব্যর্থ হল LIC। মঙ্গলবার ধাক্কা খেল LI-‘র শেয়ার। দিনের শেষে ক্ষতির পরিমাণ পেরোল ৫০ হাজার কোটির বর্ডার লাইন। এমনকি LIC-র IPO-র দর নেমে যায় সাড়ে ৫ লক্ষ কোটিতে। বিনিয়োগকারীদের মুখের দিকে চেয়ে ৮.৫ শতাংশ ছাড় দিলেও তেমন একটা লাভের লাভ কিছু হল না। দেখা যায়, সর্বনিম্ন দর গিয়ে পৌঁছয় ৮৬০ টাকায়। সেদিন বাজার খুলতেই LIC-র শেয়ার দর ছিল চাঙ্গা। একটা সময় শেয়ারের দর উঠে যায় ৯২০ টাকায়। কিন্তু বেলা যত গড়াতে শুরু করে ততই নামতে থাকে LIC-র শেয়ার দর। যা বিনিয়োগকারীদের জন্য ছিল যথেষ্ট হতাশাব্যঞ্জক। BSE তে LIC-র শেয়ার বন্ধ হয় ৮৭২ টাকায়। আর যে কারণেই চিন্তার ভাঁজ পড়ে লগ্নিকারিদের কপালে। কিন্তু শেয়ার বাজারে LIC-র এমন খারাপ পারফরম্যান্সের কারণ কি?
শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন, LIC-র শেয়ার নিয়ে গোটা দেশ জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে যে উৎসাহ দেখা গিয়েছিল, বর্তমানে সেই উৎসাহে নামে ভাটা। তাই বাজার খুলতেই LIC ভালোরকম পারফরম্যান্স দেখাতে শুরু করলেও বিনিয়োগকারীরা উৎসাহ হারিয়ে ফেলার কারণেই শেয়ার দর নামতে থাকে। অস্থিরতা তৈরি হয় LIC-র শেয়ার নিয়ে। তবু এরপরেও LIC তে বিনিয়োগ নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন, মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে LIC দেশের পঞ্চম বৃহত্তম একটি সংস্থা। তাই LIC তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করলে লাভের মুখ দেখা সম্ভব হবে বিনিয়োগকারীদের। মূল্যবৃদ্ধি, Russia-Ukraine যুদ্ধ বা ডলারের নিরিখে টাকার পতন দেশের শেয়ার বাজারে অস্থিরতা তৈরি করেছিল। সেই প্রভাব পড়ে LIC র শেয়ার দরেও। কিন্তু এখনই হতাশ হওয়ার কোন কারণ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, সময় থাকতে বিনিয়োগকারীরা যদি LIC-র শেয়ার কিনে নেন, তাহলে মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে ভালো রকম রিটার্ন দেবে LIC।