Daily

আবারও ছন্দে ফিরছে রেল। ১৫ জুনের পর থেকে দেশের একাধিক রাজ্যে পরিবহণ সংক্রান্ত বিধিনিষেধ উঠতে শুরু করবে। ফলে, ধাপে ধাপে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। মঙ্গলবার অনলাইনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন রেল বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা। তিনি বলেছেন, কলকাতা সহ উত্তর এবং পূর্ব ভারতের যে সকল জায়গায় যাত্রীসংখ্যা অনেকটা বেশি সেখান থেকেই বাড়ানো হবে ট্রেনের সংখ্যা।
বর্তমানে সারা দেশে দূর পাল্লার এক্সপ্রেস ট্রেন চলছে ৮৮৯টি। শহরতলির লোকাল ট্রেন চলছে ২৮৯১টি। তবে সংক্রমণ ক্রমশ নিম্নমুখী হতে শুরু করায় ধাপে ধাপে আবারও চালু হতে শুরু করবে দূরপাল্লার ট্রেন। যেসকল ট্রেনগুলি পুনরায় পরিষেবা দেবে বলে জানিয়েছে রেল বোর্ড, সেগুলি হল-
দার্জিলিং মেল
শান্তিনিকেতন এক্সপ্রেস
হাওড়া-রাঁচি শতাব্দী
কোলফিল্ড
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস
এছাড়াও রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। তবে জানান হয়েছে এই প্রত্যেকটি ট্রেনেই স্পেশাল ট্রেন হিসেবেই যাতায়াত করবে।
ব্যুরো রিপোর্ট