Daily

রাজ্য জুড়ে এখন কার্যত লকডাউন। একের পর এক বন্ধ হয়েছে লোকাল ট্রেন থেকে বাস, অটো, ট্যাক্সি, মেট্রো এমনকি ফেরি পরিষেবাও। ফলে কমে এসেছে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনের সংখ্যাও। এবার আরও কড়াকড়ি করা হল দূরপাল্লার ট্রেন বন্ধ নিয়ে। বাতিল হল আরও ১০টি দূরপাল্লার ট্রেন। কোপে পড়েছে উত্তরবঙ্গ এবং পুরী।
জেনে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল করা হলঃ
২০ মে থেকে বন্ধ হচ্ছে শিয়ালদা-নিউ জলপাইগুড়ি
২১ মে থেকে বন্ধ হচ্ছে নিউ জলপাইগুড়ি- শিয়ালদা
১৯ মে থেকে বন্ধ হচ্ছে শিয়ালদা-পুরী
২০ মে থেকে বন্ধ হচ্ছে পুরী-শিয়ালদা
২০ মে থেকে বন্ধ থাকছে কলকাতা-হলদিবাড়ি স্পেশাল (আপ এবং ডাউন)
২৪ মে থেকে বন্ধ থাকছে কলকাতা-শিলঘাট স্পেশাল
১৯ মে থেকে বন্ধ থাকছে হাওড়া-বালুরঘাট স্পেশাল (আপ এবং ডাউন)
ব্যুরো রিপোর্ট