Daily

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে ভারত, ত্রস্ত সাধারণ মানুষ। তাই ভ্যাকসিন নেয়া আবশ্যিক বলেই মনে করেন বিশেষজ্ঞ মহল।
সেই ভ্যাকসিন নিতে গিয়েই নাজেহাল হতে হলো বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের সাধারণ মানুষকে। সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়ে ওই অঞ্চলের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সামাজিক দূরত্বকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে করোনা ভ্যাকসিনের লম্বা লাইনে দাঁড়ালেন তারা।
ভ্যাকসিন নিতে আসা এক ব্যক্তির দাবি, সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তিনি। হঠাৎই তাদের জানানো হয় ভ্যাকসিন দেয়া হবে না। আবার অন্য জায়গায় লাইন দিতে হয় তাদের। এ ব্যাপারে হাসপাতালের স্টাফদের তরফ থেকে কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ করেন তিনি। হাসপাতালের স্টাফদের চরম ব্যর্থতা এর জন্য দায়ী বলে জানান তিনি।
আব্দুল হাই, বাঁকুড়া