Trending
বহুদিন হল অভিনয় জগৎ থেকে তিনি অবসর প্রায় নিয়েছেন। রাজনীতিই এখন তাঁর সর্বক্ষণের সঙ্গী। তিনি লকেট চট্টোপাধ্যায়। আর এবার তিনি হাড্ডাহাড্ডি লড়াই করবেন একদা অভিনয় জগতের সতীর্থ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ২০১৯ সালে হুগলির সাতটা বিধানসভা ভোটের মধ্যে থেকে বিপুল জয় ছিনিয়ে নিয়েছিলেন লকেট। তাই এবারেও বিজেপি নিজের প্রার্থী হিসেবে মুখ করেছেন লকেটকেই। ২০২৪ সালে মনোনয়নপত্র জমা দেবার সময় নিজের সম্পত্তির হিসেব দিলেন তিনি। কত সেটাই এবার দেখে নেব।
২০১৮-১৯ অর্থবর্ষে লকেট চট্টোপাধ্যায়ের আয়ের অঙ্ক ছিল ৪ লক্ষ ৮৬ হাজার ৬৫৪ টাকা মত। ২০২২-২৩ অর্থবর্ষে লকেটের আয় বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৯৭ হাজার ৮০৯ টাকা মত। এছাড়া লকেটের স্বামী প্রসেনজিৎ ভট্টাচার্যের বার্ষিক আয়ের পরিমাণ ১ লক্ষ ৩৩ হাজার ১৭১ টাকা। লকেটের হাতে হলফনামা জমা দেওয়া পর্যন্ত নগদ ছিল ৪৫ হাজার ৮০০ টাকা মত। আর স্বামীর হাতে নগদ ২২ হাজার ৩০০ টাকা। এছাড়া লকেটের রয়েছে ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার পরিমাণ প্রায় ১ কোটি ৫ হাজার ৬৩ টাকা। আর স্বামীর রয়েছে ২টি অ্যাকাউন্ট। সেখানে জমা রয়েছে ৬ লক্ষ ৬৮ হাজার ২৩৫ টাকা মত। পিপিএফে লকেট চট্টোপাধ্যায় বিনিয়োগ করেছেন ১৩ লক্ষ ৪০ হাজার ৮০০ টাকা। এছাড়া স্বামী প্রসেনজিৎ ভট্টাচার্যের পিপিএফ, মিউচুয়াল ফান্ড, এবং পোস্ট অফিসে জমানো টাকার পরিমাণ ১ কোটি ২৭ লক্ষ ২৪ হাজার টাকা।
এছাড়া লকেটের কাছে যে গাড়ি রয়েছে তার বাজারমূল্য ১২ লক্ষ টাকার আশেপাশে। তাঁর কাছে যে গয়না রয়েছে তার পরিমাণ ৫৫০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা। সবমিলিয়ে লকেটের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়াল ১ কোটি ৬৪ লক্ষ ৪১ হাজার টাকা মত। আর স্বামীর সর্বমোট অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়াল ১ কোটি ৩৫ লক্ষ ২২ হাজার টাকা মত।
এবার বলি স্থাবর সম্পত্তির পরিমাণ। লকেটের দুটো ফ্ল্যাট রয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৯ লক্ষ ৪৫ হাজার টাকার আশেপাশে। আর লকেটের স্বামী প্রসেনজিৎ ভট্টাচার্যের একটি ফ্ল্যাট রয়েছে যার বাজারমূল্য ৫৩ লক্ষ টাকা। তবে লকেট চট্টোপাধ্যায়ের নামে মামলাও রয়েছে অনেকগুলি। প্রায় ২২টি মামলা। মূলত মারামারি, হুমকি, মানহানি, পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তির মত অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুরের মত মামলাও রয়েছে তাঁর নামে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ