Daily

সংক্রমণের ছবিটা প্রতিদিনই হয়ে উঠছে ভয়াবহ। দেশের অন্যান্য রাজ্যে শিউরে ওঠার মত অবস্থা এখনো পর্যন্ত বাংলায় তৈরি না হলেও চিকিৎসকদের আশঙ্কা, পরিস্থিতি এগোচ্ছে সে-দিকেই।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, ২৯ এপ্রিল অর্থাৎ আজ নির্বাচনের অষ্টম এবং শেষ দফা সম্পূর্ণ হলেই থমকে যেতে পারে বাংলার ৭ জেলা। আবারও দেখতে হতে পারে গত বছরের লক ডাউনের দু:সহ ছবি। কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ হাওড়া, হুগলি, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে অবস্থার অবনতি হওয়ায় লকডাউনের মুখ দেখতে হতে পারে।
উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭,২০৭ জন। মৃত্যু হয়েছে ৭৭ জনের। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সংক্রমণের চেনকে ভাঙার জন্য আবারও প্রয়োজন পড়তে পারে লক ডাউনের।
ব্যুরো রিপোর্ট