Market

সিরিয়ালের শুটিং বন্ধ হলে নতুন এপিসোড তৈরি হবে না। বঞ্চিত থাকবেন বাংলার বহু সিরিয়ালপ্রেমী মানুষ। ধাক্কা খাবে বাংলার টেলি ইন্ডাস্ট্রি। তাই প্রযোজকরা চাইছেন বিকল্প পদ্ধতিতে ওয়ার্ক ফ্রম হোমের কনসেপ্টেই জারি থাক শুটিং। কিন্তু প্রযোজকদের এই সিদ্ধান্তের বিরোধিতা করা হল ফেডারেশনের পক্ষ থেকে। এবার সেই বিরোধিতা করা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন সিরিয়াল নির্মাতারা।
তাঁরা জানিয়েছেন, বাড়ি থেকে শুটিং করার ওপর কোন নিষেধাজ্ঞা জারি নেই। তাই শুটিং করা যেতেই পারে। কিন্তু ফেডারেশন বলছে অন্য কথা। ফেডারেশন মনে করছে এর ফলে অনেক টেকনিশিয়ানরা মার খাবেন যাদের জীবন চলে প্রতিদিনের এই কাজটুকু করে। সেখানে তাঁরাই থাকবেন ব্রাত্য। প্রযোজকদের ঝুলি ভর্তি হবে। যদিও প্রযোজকরা বলছেন, আগেরবারেও টেকনিশিয়ানদের ৩ মাসের খরচ দেওয়া হয়েছিল। এবারেও তার অন্যথা হবে না। তাছাড়া বিমা তো রয়েছেই।
মেকআপ শিল্পিদের জন্য প্রযোজকরা বলছেন, কারও বাড়ি যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা তো নেই। সুতরাং অভিনেতাদের বাড়ি গিয়ে মেক-আপ করিয়ে আসা সম্ভব। সুতরাং সব মিলিয়ে বলাই যায়, প্রযোজক এবং ফেডারেশনের সাঁড়াশি চাপে বাংলার টেলি ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানসরা।
ব্যুরো রিপোর্ট