Prime
Daily
বাড়ল লক ডাউনের মেয়াদঃ বিধি নিষেধ জারি ১৫ জুন পর্যন্ত
By Business Prime News | May 27, 2021
Daily
বাড়ল লকডাউনের মেয়াদ। বাড়িয়ে করা হল ১৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে লক ডাউনের মেয়াদ বৃদ্ধির তারিখ ঘোষণা করেন তিনি। একই সঙ্গে জানিয়ে দেন যে যে বিধি নিষেধ জারি ছিল, সেই সেই বিধি নিষেধ এবারেও জারি থাকবে।
উল্লেখ্য, নির্বাচনের পর থেকেই বাংলায় সংক্রমণ ক্রমশই বাড়ছিল। ১৫ মে রাজ্যের দুয়ারে তালা পড়ে যায়। ১৪ মে সংক্রমণের হার ছিল বেশি। কিন্তু লক ডাউনের পর থেকেই কমতে শুরু করে সংক্রমণ। যেখানে ১৫ মে আক্রান্ত হয়েছিলেন ১৯ হাজার ৫১১ জন সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ২২৫-এ। স্বাভাবিকভাবেই লক ডাউনের পর থেকে সংক্রমণের হার অনেকটাই কমে আসায় আরও ১৬ দিন বাড়ানো হল বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
ব্যুরো রিপোর্ট