Daily

শহর এবং শহরতলীর তালা পড়া জুটমিলের তালিকায় এবার নতুন সংযোজন। তালা ঝুললো শ্যামনগর জুটমিলে। পথে বসলো সাড়ে চার হাজার শ্রমিক। শ্রমিক আন্দোলনের মাঝেই হাত ছাড়া হলো কাজ।
সূত্রের খবর, নানা কারণে গত কয়েকদিন ধরে উত্পাদন ব্যাহত হচ্ছিল ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিলে। কয়েকদিন আগেই নাকি মিলের ড্রয়িং বিভাগের আটজন অস্থায়ী কর্মীকে কাজ চলাকালীন সময়ে ছাঁটাই করা হয়। অস্থায়ী এই কর্মীদের কাজে ফেরত আনার দাবিতে আন্দোলনে সামিল হন মিলের বাকি শ্রমিকরা। ফলে উৎপাদনে ঘাটতি নামে। এরপর মিলের অনেক কর্মীরাই নাকি কাজে এসে কাজ পেতেন না। ফিরে যেতে হতো তাদের। শ্রমিকদের এই কাজের অসম বণ্টন লক্ষ্য করে গত শনিবার ওই কারখানার ড্রয়িং বিভাগের প্রায় ৬০ জন শ্রমিকের কাজ বন্ধ করে দেন। এরপরই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় মিল কর্তৃপক্ষ।
শ্রমিকদের দাবি, তাদের কোনরকম আগাম নোটিশ না দিয়েই মিল বন্ধ করে দেওয়া হয়েছে। মালিকপক্ষ অবশ্য গাইছে অন্য সুর। তাদের অভিমত, ঘূর্ণিঝড়ের জেরে বন্ধ করে দেওয়া হয় হুগলি ফেরিঘাট। ফলে উত্তর ২৪ পরগনা জেলার বহু শ্রমিক গঙ্গা পার হয়ে আসতে না পারায় কাজে বিঘ্ন ঘটছে। তাই উৎপাদন ব্যাহত হওয়ায় মিল বন্ধ রাখা হয়েছে।
তবে ফের কবে তালা খুলবে আর স্বাভাবিক হবে শ্রমিকদের কর্মজীবন সে বিষয়ে যদিও মুখ খোলেননি মিল কর্তৃপক্ষ। এখন করোনা পরবর্তী অর্থনীতি যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখনও কেনো ফিরছে না নিম্নবিত্তের জীবনমান? উঠছে প্রশ্ন।
ব্যুরো রিপোর্ট