Daily

দেবস্মিতা মণ্ডল, উত্তর 24 পরগনাঃ উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ গোয়ালপাড়া সীমান্তের ঘটনা। আজ শনিবার ভোররাতে বছর ৩০ এর আলাউদ্দিন গাজী পেশায় ইটভাটার শ্রমিক, ভোরবেলাকার কাজে ইচ্ছামতীর নদীর চর দিয়ে ভাটায় যাচ্ছিল ।সেই সময় ৮৫, নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে পাচারকারী সন্দেহ করে প্রথমে তার বুকে দুটি গুলি করে তারপর তার পায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলাউদ্দিনের। সঙ্গে ছিল তারা এক সহকর্মী রবিউল মোল্লা ছুটে এসে প্রতিবাদ করলে রবিউল মোল্লা কে সঙ্গে বেধড়ক মারধর করে তার হাত-পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ। এমনকি বিএসএফের বিরুদ্ধে অভিযোগ আক্রান্ত রবিউল মোল্লা গুরুতর জখম অবস্থায় মুন ভাটা বিএসএফ ক্যাম্পে মধ্যে সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে রেখেছে। মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি বিএসএফ মৃত যুবকের দেহ লোপাট করার চেষ্টা করে। পাশাপাশি আক্রান্ত এখনো এক যুবককে গোপন জায়গায় রেখে দিয়েছে বলে অভিযোগ ।মৃতের দাদা আব্দুল্লাহ গাজীর অভিযোগ বিএসএফ পরিকল্পনা করে তাকে খুন করেছে এমনকি দেহ লোপাট করে রাখার চেষ্টা করেছে। আমরা জানতে পারি আজ বিকেল আমার ভাইয়ের মৃতদেহ বসিরহাট জেলা হাসপাতালের রয়েছে। এর কঠিন শাস্তির দাবি জানাচ্ছি মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে এবং বিক্ষোভ দেখাতে শুরু করেছে। অবিলম্বে ওই জওয়ানকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। এই ঘটনার জেরে সোলাদানা সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে।