Daily

দীর্ঘ দিনের পায়ের বেড়ি ছিন্ন করে অবশেষে আগামী রবিবার অর্থাৎ ৩১ শে অক্টোবর ফের গড়াবে লোকাল ট্রেনের চাকা। আপাতত ৫০% যাত্রী নিয়েই চলবে লোকাল ট্রেন। কোভিডের আগের পরিস্থিতি মেনেই চলবে ট্রেন। ঘোষণা নবান্নের।
মুম্বাইসহ এরাজ্যের লাইফলাইন হলো লোকাল ট্রেন। গত বৃহস্পতিবার মুম্বাইতে চালু হয়ে গিয়েছে লোকাল ট্রেন চলাচল। এবার এরাজ্যেও ঘোষণা হলো লোকাল ট্রেন পরিষেবা চালুর। বাংলাতে লোকাল ট্রেন চালানোর জন্য তৈরিই ছিল রেলমন্ত্রক। এখন রাজ্য সরকার বিধি নিষেধ তুলে নেওয়ায় লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্কুলগুলো খোলার কথা ঘোষণা করতেই রেলদপ্তর আশাবাদী ছিল লোকাল ট্রেন চলার ব্যাপারে। আর অবশেষে সেই ঘোষণা হওয়ায় খুশি রেলদপ্তর থেকে আমজনতা সকলেই।
ব্যুরো রিপোর্ট