Daily

আগামীকাল থেকে বন্ধ হতে চলেছে সব ধরণের লোকাল ট্রেন। অর্ধেক করা হচ্ছে বাস থেকে মেট্রো পরিষেবা। আজ প্রেস কনফারেন্স করে জারি করে এমনই একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনের পরিস্থিতি না তৈরি হলেও সংক্রমণ আটকাতে আবারও জারি করা হল বেশ কিছু নিয়ম।
সংক্রমণের ভয়াবহতা আটকাতে রাজ্য সরকার নিষিদ্ধ করল জমায়েত। ৫০ জনের বেশি কোথাও কোন স্থানে জমায়েত করতে পারবেন না। এবং সেই জমায়েত কেন হচ্ছে তার জন্যও নিতে হবে প্রয়োজনীয় অনুমতি। তার চেয়েও বড় ঘোষণা, আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া হল সমস্ত লোকাল ট্রেন। ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকজন ট্রেনকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। যাত্রীদেরও আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থেকে যাচ্ছে। তাই লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হল। একইসঙ্গে জানিয়ে দেওয়া হল আগামীকাল থেকে অর্ধেক হয়ে যাচ্ছে পরিবহনের বাস এবং মেট্রো। বিমানে আসা যাওয়া করতে হলে বাধ্যতামূলক করা হল করোনার নেগেটিভ রিপোর্ট। বেসরকারি ক্ষেত্রগুলিকে নির্দেশ দেওয়া হল ৫০% কর্মীদের করাতে হবে ওয়ার্ক ফ্রম হোম। কাটছাঁট করা হল ব্যাঙ্কের সময়সীমা। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্কের দরজা।
আজই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। নির্বাচনী যুদ্ধে জয়ী হবার পরেই তাঁর প্রথম লক্ষ্য ছিল করোনাকে হারানোর চ্যালেঞ্জ। তারই প্রথম পদক্ষেপ হিসেবে জারি হল নির্দেশিকা।
ব্যুরো রিপোর্ট