Trending
এবার প্যান কার্ডের মাধ্যমেই মিলবে ব্যক্তিগত ঋণ । কোনো ঋণ গ্রহীতা কেবল প্যান কার্ডের ভিত্তিতেই এবার ব্যাঙ্ক থেকে পেতে পারেন ৫০ হাজার টাকা অবধি ব্যক্তিগত ঋণ। কোনো কিছু বন্ধক রাখা বা কোনো রকম প্রতিশ্রুতি ছাড়াই, কেবল প্যান কার্ড ও ভালো সিবিল স্কোর থাকলেই পাওয়া যাবে এই ঋণ।
বর্তমানে যেকোনো আর্থিক কার্যকলাপ সহ বিভিন্ন ধরনের কাজে একটি গুরুত্বপূর্ণ নথি হল এই প্যান কার্ড। এই প্যান কার্ডের মাধ্যমেই যেকোনো ব্যাঙ্ক তথা এনবিএফসি সাধারণ জনগণের সিবিল স্কোর বিচার করে থাকে। আর এর মাধ্যমেই তারা দেখে যে ঋণগ্রহীতার আয় ও টাকা ফেরত দেওয়ার ক্ষমতা কতটা।
সময়ে অসময়ে মানুষের টাকার প্রয়োজন লেগেই থাকে। এমন পরিস্থিতিতে সেই প্রয়োজন মেটাতে অনেকেই ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন। আর ব্যক্তিগত ঋণ পাওয়া সবার ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। প্যান কার্ডের মাধ্যমে ঋণ পাওয়ার এই ব্যবস্থা অসময়ে অর্থের প্রয়োজন মেটাতে অনেকটা সাহায্য করবে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ