Market

বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভা লিথিয়াম এবং নিওবিয়াম খনিজ পদার্থ উত্তোলনের ক্ষেত্রে স্বত্ব থেকে আয়ের (রয়ালটি) হার স্থির করেছে। এই সিদ্ধান্ত অনুসারে লিথিয়াম ও নিওবিয়ামের ক্ষেত্রে এই হার ৩% ও রেয়ার আর্থ এলিমেন্টসের (আরইই) ক্ষেত্রে ১% ধার্য হয়েছে। এইসব খনিজ পদার্থের বিক্রির গড় মূল্য নির্ধারণ করার প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর ফলে নিলামের মাধ্যমে এই সব খনি বিক্রি করা কেন্দ্রের পক্ষে সহজ হবে বলে ধরে নেওয়া হচ্ছে। এই ব্যাপারে কেন্দ্রীয় খনি মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে এই গুরুত্বপূর্ণ খনিজ গুলির রয়ালটির হার নির্ধারণ করার জন্য এমএমডিআর আইন সংশোধন করার অনুমতিও দিয়েছে কেন্দ্র।
চলতি বছরের আগস্ট মাসেই সরকারের তরফে জানা গেছিল যে এই খনিজগুলির ১০০ টির মত ব্লকের নিলামের প্রস্তুতি শুরু করতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় খনি সচিব বিবেক ভরদ্বাজ জানিয়েছিলেন যে এই সংক্রান্ত সমস্ত আইনি বিষয় ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে এবং যে ব্লকগুলোকে নিলাম করার কথা ভাবা হচ্ছে সেগুলোকেও চিহ্নিত করা হয়েছে।
দেশের আর্থিক উন্নয়নে এই সব খনিজ পদার্থের গুরুত্ব অপরিসীম। আসলে দূষণহীন জ্বালানীর ব্যবহার বৃদ্ধির জন্য ভারত যে পদক্ষেপ নিয়েছে সেই কারণেই লিথিয়াম বা আরইই র প্রাধান্য বাড়ছে। উদাহরণ হিসেবে বলা যায় যে অন্যান্য উন্নত দেশের মতই ভারত বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে উদ্যোগী হয়েছে। আর এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে লিথিয়াম পাওয়া গেলে তা দিয়ে গাড়ির জন্য প্রয়জনীয় ব্যাটারি তৈরি করা সহজ হবে। আর এই কারণেই এইসব পদার্থের রয়ালটির হার নির্দিষ্ট হওয়া ভীষণ রকম প্রয়োজন ছিল।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ