Market

জম্মু-কাশ্মীরের কৃষকদের জীবনে যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। বিশ্বের প্রথম তরল ন্যানো ইউরিয়া পাচ্ছেন ভূ-স্বর্গের কৃষকরা। যা কৃষি ক্ষেত্রে আনতে পারে অভূতপূর্ব বদল। কারণ, মাত্র আধ লিটার তরল ন্যানো ইউরিয়া এক বস্তা ইউরিয়ার মত কাজ করবে। অর্থাৎ একদিক থেকে যেমন লাভবান হবেন কৃষকরা তেমনই পরিবেশ বাঁচানো এবং মাটির উর্বরতা বজায় রাখার লক্ষ্যে এটি হবে সবদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গুজরাতের কলোল এলাকা থেকে ভার্চুয়ালি এই ইউরিয়ার উদ্বোধন করেন লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা। পরিবেশবান্ধব এই কৃষি পদ্ধতি নিঃসন্দেহে দেশের প্রতিটি কৃষককে উৎসাহিত করবে। তিনি জানিয়েছেন, তরল ন্যানো ইউরিয়া জম্মু ও কাশ্মীরের কৃষিখাতে একটি নতুন বিপ্লব আনতে পারে। এই পদ্ধতিতে কৃষিকাজের ফলে কৃষি বিজ্ঞানী সহ কৃষকদের কম ইউরিয়া ব্যবহারে উৎসাহিত করবে।
কৃষিকাজে এমন ঐতিহাসিক উদ্যোগ নেবার কারণে তিনি অভিনন্দন জানিয়েছেন ইন্ডিয়ান ফার্মার্স সারসমবায় লিমিটেড বা আইএফসিও’র সকল সদস্যকে।
ব্যুরো রিপোর্ট