Daily

পিএফ অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করিয়েছেন? না করালে শীঘ্রই বন্ধ হতে পারে পিএফের টাকা । হাতে মাত্র ২৩ দিন সময়। ৮.৫ শতাংশ হিসেবে সুদ দেবে বলে ঘোষণা করেছে সরকার। তবে আগামী ১ লা সেপ্টেম্বরের মধ্যে আপনার পিএফ অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না করালে সরকারের পাঠানো সুদের টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন আপনি।
কিভাবে লিঙ্ক করবেন, জেনে নিন বিস্তারিত। পিএফ অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করানো যাবে অনলাইন এবং অফলাইনে। অনলাইনে লিঙ্ক করানোর জন্য প্রথমে ক্লিক করুন https://unifiedportal mem.epfindia.gov.in/memberinterface লিঙ্কে। এরপর UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ম্যানেজমেন্ট সেকশনে কেওয়াইসি অপশনে ক্লিক করলে আধার কার্ড লিঙ্ক সংক্রান্ত ডকুমেন্ট দেখতে পাবেন। এরপর আধার অপশনে ক্লিক করে আপনার আধার কার্ডের নাম ও নম্বর দিন। ভেরিফিকেশনের পর লিঙ্ক করানো সম্পূর্ণ হবে।
এছাড়াও অফলাইনে লিঙ্ক করানোর জন্য ‘Aadhaar Seeding Application’ ফর্মটি সম্পূর্ণ বিস্তারিত তথ্যের দ্বারা পূরণ করুন। সাথে আপনার ইউএএন, প্যান ও আধারের সেলফ আটেস্টেড কপি জমা করতে হবে। এরপর ইপিএফও বা কমন সার্ভিস সেন্টার আউটলেটের যে কোনও ফিল্ড অফিসের আধিকারিকের কাছে জমা করতে হবে ফর্মটি। ভেরিফিকেশনের পর আধার লিঙ্ক সম্পূর্ণ হবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে সংক্রান্ত একটি মেসেজও পাবেন আপনি।
ব্যুরো রিপোর্ট