Trending

অস্তিত্বের সংকটে পড়তে পারে মানুষ সহ অন্যান্য জীব। তার অন্যতম প্রধান কারণ বিশ্ব উষ্ণায়ন। সম্প্রতি আইপিসিসির রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২১০০ সালের মধ্যেই পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রিরও বেশি। যার দরুন চরম অস্তিত্ব সংকটের শিকার হতে পারে গ্রহবাসীরা। ষষ্ঠ সমীক্ষা রিপোর্টে এমনই ভয়াবহ তথ্য তুলে ধরল আইপিসিসি।
বলা হয়েছে, যে হারে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তা নিঃসন্দেহে আশঙ্কার। কারণ শিল্পায়নের আগে পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা এই হারে বাড়েনি। কিন্তু শিল্পায়নের পর থেকে গোটা বিশ্বেই গ্রিন হাউজ গ্যাসের প্রভাব বাড়তে শুরু করে। তারপর সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই প্রভাব বর্তমানে এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে প্রাণের অস্তিত্বই এখন খাদের মুখে এসে দাঁড়িয়েছে। বলা হয়েছে, ২০৪০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যেতে পারে আরও ১.৫ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু চুক্তির প্রধান লক্ষ্যই ছিল যেভাবে হোক পৃথিবীর গড় তাপমাত্রা হ্রাস করা। কিন্তু বাস্তবে তার উল্টো ছবিটাই যেন প্রকট হয়েছে। যেখানে পৃথিবীর গড় তাপমাত্রা কমানোকেই পাখির চোখ করা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে ক্রমশ। আর যে কারণে বড়সড় বিপর্যয়ের মুখোমুখি দাঁড়াতে হতে পারে প্রাণীজগতকে। তাই আইপিসিসির সতর্কবার্তা, অবিলম্বে গ্রিন হাউজ গ্যাস কমানোর দিকে নজর দিতে হবে। আর তবেই অস্তিত্ব হারানোর আশঙ্কা থেকে রেহাই পাবেন গ্রহবাসীরা।
ব্যুরো রিপোর্ট