Market

রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বেচে কেন্দ্র ১.৭৫ লক্ষ কোটি টাকা কোষাগারে ভরার লক্ষ্যমাত্রা আগেই নিয়েছিল। এবার সেই লক্ষ্যপূরণে এক ধাপ এগিয়ে গেল কেন্দ্র। সূত্রের খবর, আগামী মার্চ মাসেই এলআইসির শেয়ার বাজারে ছাড়া হবে বলে জানা গিয়েছে। যা লগ্নিকারিদের যাবতীয় সংশয় ঘুচিয়ে দেবে।
এলআইসি-র ১০০ শতাংশ শেয়ার এখন রয়েছে কেন্দ্রের হাতে। তাই এর মধ্যে কতটা শেয়ার কেন্দ্র বাজারে ছাড়বে সেই নিয়ে লগ্নিকারিদের মধ্যে তৈরি করেছে কৌতূহল। তবে এলআইসির মত সংস্থার শেয়ার ছাড়া নিয়ে কোনরকম তাড়াহুড়ো করতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। এর মধ্যে গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থমন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ আলোচনা সেরে ফেলেছেন। রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বেচে কেন্দ্র ১.৭৫ লক্ষ কোটি টাকা কোষাগারে ভরার লক্ষ্যমাত্রা নিলেও কেন্দ্রের হাতে এখনো পর্যন্ত এসেছে মাত্র ৯৩৩০ কোটি টাকা। এই অবস্থায় এলআইসি-র মত দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থার আইপিও বাজারে ছেড়ে ঠিক কতটা লক্ষ্যপূরণে সমর্থ হবে কেন্দ্র, সেদিকেই তাকিয়ে রয়েছে বিশেষজ্ঞ মহল।
ব্যুরো রিপোর্ট